মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “পহেলা মে, ২০১৩ অথবা যোগদানের তারিখ থেকে বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০১৬ সালের ২ অগাস্ট পর্যন্ত গভর্নর পদে আতিউর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হলো।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২ মে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ আতিউর রহমান। সেই হিসাবে ৩০ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের দয়িত্ব নেয়ার আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করে আতিউর রহমান।