ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধ বিচারে সরকার নতুন কোন আইন করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোবববার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
এ সময় “বিদ্যমান আইনেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শাস্তির ব্যবস্থা করা হবে’ বলেও জানান প্রধানমন্ত্রী।
গত শনিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাসের দাবি তোলার পরদিন রাতেই প্রধানমন্ত্রী এ ঘোষণা দিলেন।