দক্ষিণ কোরিয়ার সঙ্গে থেকে পিয়ংইয়য়ের সম্ভাব্য যেকোন ধরনের হুমকির মোকাবেলার জন্য আমেরিকা প্রস্তুত। উত্তর কোরিয়ার গতকাল হুমকির প্রেক্ষিতে আমেরিকা আজ এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেইথলিন হেইডেন বলেন, “আমরা উত্তর কোরিয়ার অগঠনমূলক নতুন বিবৃতি দেখেছি। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে সর্বদা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলছি।”
তিনি আরো বলেন, আমরা সবাই জানি যুদ্ধপ্রিয় বক্তৃতা দেবার ক্ষেত্রে উত্তর কোরিয়ার জুড়ি নেই। উত্তর কোরিয়া এর আগেও একাধিকবার এই ধরনের হুমকি দিয়েছেন। আজকের বক্তৃতা পূর্ব ইতিহাসেরই বহি:প্রকাশ।
চাক হেগেলের বিবৃতি টেনে হেইডেন বলেন, যুক্তরাষ্ট্র তার বন্ধুদের রক্ষা করার ক্ষমতা রাখে এবং রক্ষা করতে প্রস্তুত। প্রস্তুতি হিসেবে আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপ গ্রহন অব্যাহত রাখছি।
উল্লেখ্য, ‘যুদ্ধাবস্থায় ঢুকে পড়েছি’ উত্তর কোরিয়ার এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্র আজ এই বিবৃতি প্রকাশ করল।