বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিদেশিদের হাতে কোনো জাদুর কাঠি নেই। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তিনি বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি), দুই দেশের আসন্ন অংশীদারি সংলাপসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান।
সাংবাদিকেরা ড্যান ডব্লিউ মজীনার কাছে জানতে চান, বাংলাদেশের চলমান সংকট উত্তরণে তিনি সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছেন। কিন্তু রাজপথে সংঘাত ও সহিংসতা অব্যাহত আছে। এ থেকে বের হওয়ার উপায় কী?
মজীনা সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘আমাকে এ প্রশ্ন করা হচ্ছে কেন? এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব নাগরিকের শান্তিপূর্ণ উপায়ে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। মতপ্রকাশের ক্ষেত্রে সহিংসতা মোটেই কাম্য নয়।’
রাজনৈতিক সংকট উত্তরণের ব্যাপারে রাষ্ট্রদূত মজীনা বলেন, বাংলাদেশে যে সংকট চলছে তা থেকে উত্তরণের জন্য বিদেশিদের হাতে কোনো জাদুর কাঠি নেই।