ব্যাংকগুলোতে নজরদারি বাড়ানোর সুপারিশ আইএমএফের

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতি বন্ধে নজরদারি বাড়াতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেওয়া আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে কি আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে। এছাড়া বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে সংস্থাটি।

তবে কর্মসংস্থান রক্ষা ও বিনিয়োগ সুরক্ষায় হলমার্কসহ এসব প্রতিষ্ঠান সচল রাখার পাশাপাশি কোম্পানিগুলোর সম্পদ যাতে হস্তান্তর না হয় সে সুপারিশও করেছে আইএমএফ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে সফররত আইএমএফ প্রতিনিধি দল এসব সুপারিশ করেছে।

বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার রাতে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্থাটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি চিফ ডেভিড জি কাওয়েন।

সূত্র জানায়, বৈঠকে সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংকসহ বেসরকারি ব্যাংকগুলোর ঋণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সময় সংঘটিত আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা ও শিল্প মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আইএমএফকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী।

সূত্র জানায়, বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তবে এসব প্রতিষ্ঠানের সম্পদ যাতে বেহাত না হয় সে ব্যবস্থা নেওয়া ও কর্মসংস্থানের কথা বিবেচনা করে কারখানাগুলো সচল রাখার সুপারিশও করেন তারা।

অর্থমন্ত্রী আইএমএফকে বলেছেন, হলমার্ক গ্রুপের ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা মামলায় আটক রয়েছেন। আর কারখানা চালু রেখে সোনালী ব্যাংক ঋণের অর্থ কীভাবে আদায় করবে সে সম্পর্কে ব্যাংকটির কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। আর বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরকারের বাজেট ঘাটতি, ভর্তুকি, মূল্যস্ফীতি, আগামী নির্বাচনের ব্যয়সহ আমদানি-রপ্তানি পরিস্থিতি নিয়েও আলোচনা করে আইএমএফ।

অন্যান্য অর্থ বাণিজ্য