মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এক বাণীতে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন।
বাণীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ত্রিশ লাখ মানুষের জীবন এবং লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের স্বাধীনতার এই বীরগাঁথা ইতিহাস যুগ যুগ ধরে দেশের আপামর জনগণকে দেশাত্মবোধে অনুপ্রানিত করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৪২ বছর পরও আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই মুক্তি অর্জনের জন্য গোটা দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর বাণীতে জাতীয় জীবনে এই শুভ মুহুর্তে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বীর মুক্তিযোদ্ধাসহ সকলের ঐক্যকামনা করে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।