‘বাবাকে মাফ করে দিয়েন’

‘বাবাকে মাফ করে দিয়েন’

‘আমার বাবাকে মাফ করে দিয়েন। কোনোদিন যদি আমার বাবা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন।’ কান্নাজড়িত কন্ঠে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পবন এলাকার মানুষদের উদ্দেশে মাইকে কথা বলেন। এর আগে সন্মিলিত সামরিক হাসাপাতাল থেকে হেলিকপ্টারে প্রেসিডেন্টের মরদেহ তার জন্মস্থান ভৈরবে নেয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষ যাত্রায় প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে তার জন্মস্থানে নেয়া হয়। সেখানে অনুষ্টিত হয় প্রথম নামাজে জানাজা।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর