জিল্লুর রহমানের মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের শোক

জিল্লুর রহমানের মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের শোক

ঢাকা, ২০ মার্চ ২০১৩ :

মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমি গবীরভাবে শোকাহত। তাঁর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়েছি। জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের রাজনৈতিক গগনের এক দ্রুবতারার মতো। তিনি ছিলেন আমাদের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আজকের অবস্থান পর্যন্ত তাঁর অবদান অবিস্বরনীয় হয়ে থাকবে। বর্তমান পরিস্থিতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিলো অত্যন্ত জরুরী। তাঁর মৃত্যুতে আমরা হারালাম- একজ বরেন্য নেতাকে আর দেশ হারালো- এক সুযোগ্য সন্তানকে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অন্যান্য