প্রেসিডেন্টের মৃত্যুতে বিরোধী নেতা খালেদা জিয়ার শোক

প্রেসিডেন্টের মৃত্যুতে বিরোধী নেতা খালেদা জিয়ার শোক

প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শোকবার্তায় তিনি বলেন, বিদেশে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রবীণ রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের মৃত্যুর সংবাদ গণমাধ্যম মারফত জানতে পেরে আমি গভীরভাবে শোকাভিভূত। আমি আমার নিজের ও বিএনপি’র পক্ষ থেকে মরহুমের শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে বেহেশ্ত নসিব করেন। খালেদা জিয়া বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে জিল্লুর রহমান গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ক্রান্তিলগ্নে তাঁর ইতিবাচক ভূমিকা আমাদের জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকবে। জিল্লুর রহমান ছিলেন মিতবাক, ভদ্র, ন¤্র একজন ভালো মানুষ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের সম্পর্কেও তিনি কখনও আক্রমণাত্মক ও অশালীন মন্তব্য করতেন না। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন অভিজ্ঞ, মননশীল ও সুবিবেচক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। রুচি ও প্রজ্ঞার প্রকট অভাবের এই সময়ে তাঁর মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করলো তা সহজে পূরণ হবার নয়। বিরোধী নেতা বলেন, দায়িত্বরত অবস্থায় প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া, প্রেসিডেন্টের চিকিৎসার তদারকির জন্য বিদেশে কোন দায়িত্বশীল মন্ত্রীকে না পাঠানো, তাঁর অবস্থা সম্পর্কে নিয়মিত বুলেটিন প্রচারের মাধ্যমে জাতিকে অবহিত না করা এবং বিরোধীদলীয় নেতা হিসাবে সাংবিধানিক পদে থাকা সত্বেও সরকারের তরফ থেকে প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ আমাকে না জানানোর ঘটনায় আমি যুগপৎভাবে দুঃখিত ও মর্মাহত। আমি মোনাজাত করি, আল্লাহ যেন তাঁর স্বজনদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি এবং জাতিকে এই ক্ষতি কাটিয়ে উঠার সুযোগ দেন।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর