ঢাকা, ১৬ মার্চ, ২০১৩
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে আজ শনিবার পার্টির প্রেসিডিয়ামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এই সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রেসিডিয়াম সদস্যবৃন্দ দেশের পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বক্তব্য রাখেন। সভায় পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সার্বিক দায়িত্ব পার্টির চেয়ারম্যানের উপর ন্যস্ত করা হয়েছে।
প্রেসিডিয়ামের এই সভায় উপস্থিত ছিলেন কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের, এমএ সাত্তার, ড. টিআইএম ফজরে রাব্বি চৌধুরী, নাসিম ওসমান এমপি, মোঃ আবুল কাশেম এমপি, এমএ হান্নান, গোলাম হাবিব দুলাল, আলহাজ্ব করিম উদ্দিন ভরসা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ব্রি. (অব.) কাজী মাহমুদ হাসান, জাহাঙ্গীর মোঃ আদেল, মোস্তফা জামাল হায়দার, ফকির আশরাফ, কাজী ফিরোজ রশীদ, এসএমএম আলম, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আহসান হাবীব লিংকন, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, গোলাম মসিহ, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান এমপি, সৈয়দ আবু হাসেন বাবলা, একেএম মাইদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ ও হাবিবুর রহমান প্রমুখ।