স্পিকার মো. আবদুল হামিদ এডভোকেটকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান অসুস্থতার কারণে বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই প্রেসিডেন্ট দায়িত্ব পালনে সাময়িকভাবে অসমর্থ হওয়ায় স্পিকারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট জিল্লুর রহমান নিজের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হামিদ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা মানবজমিনকে জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকেই মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’ এর আগে বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট চিকিৎসা বা কোন সরকারি সফরে বিদেশ গেলেও ওই সময় কাউকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া দেয়া হয়নি। এবার গত ১১ই মার্র্চ চিকিৎসার জন্য জরুরিভাবে প্রেসিডেন্টকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে নেয়ার আগে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাই প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ফিরতে এবার বেশি দেরি হবে এমন আশঙ্কায় আবদুল হামিদকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।