চীনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হবেন। বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন লি কেকিয়াং। সে সম্ভাবনাই সবচেয়ে বেশি। আগামীকাল নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ৮ই নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পদে নিয়োগ দেয়া হয় জিংপিংকে। তিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও প্রধান নির্বাচিত হন। আর ক্ষমতার পালাবদলের প্রক্রিয়ায় এবার দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ন্যাশনাল পিপল’স কংগ্রেসের ৩ হাজার প্রতিনিধি বার্ষিক পার্লামেন্ট অধিবেশনে গ্রেট হলে ভোটে অংশ নেন। তারা জিনপিংয়ের পক্ষে ভোট দেন।