রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের রোগমুক্তি কামনায় সব ধর্মীয় উপাসানালয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুসফুসের জটিলতায় আক্রান্ত রাষ্ট্রপতি বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
তার ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান সিঙ্গাপুর থেকে জানিয়েছেন, রাষ্ট্রপতির অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আযাদ জানান, নামাজের পর সব মসজিদে এবং অন্য সব ধর্মাবলম্বীদের উপসানালয়ে রাষ্ট্রপতির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্বাসকষ্টের কারণে গত শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় মো. জিল্লুর রহমানকে। উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।
সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার ভোর ৫টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব-উজ-জামান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শুরু হয় বলে জানান তার ছেলে নাজমুল হাসান।
জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। গত ৯ মার্চ