সরকার সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ

সরকার সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ

বর্তমান সরকার সংখ্যালঘু সমপ্রদায়কে নিরাপত্তা দিতে এবং তাদের বাড়িঘর, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল এক বিবৃতিতে এরশাদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে হিন্দু সমপ্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘নিরীহ সংখ্যালঘু সমপ্রদায় দেশে দুটি পক্ষের মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের বলি হবে, আমরা তা কোনভাবেই মেনে নেবো না। এ দেশে যে সংখ্যালঘু সমপ্রদায় আছে, তারা আমাদের আমানত। তাদের জানমাল, ইজ্জত, উপাসনালয় রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব।
এরশাদ বলেন, যেসব মুসলমান নামধারী দুর্বৃত্ত সংখ্যালঘুদের ওপর হামলা করছে, তাদের পবিত্র ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। তিনি বলেন, যেকোন ধর্মবিশ্বাসের ওপর আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত উপাসনালয় পুনর্নির্মাণ, সংখ্যালঘুদের ধ্বংস হওয়া বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর