প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা- ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে নতুন একজনকে নিয়োগ দিয়েছে সরকার।
গুরুত্বপূর্ণ এই সংস্থার মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আকবর হোসেন।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল শেখ মামুন খালেদ সামরিক বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে ওই সূত্র জানায়।
আর্টিলারি করপস্ (গোলন্দাজ বাহিনী) এর ব্রিগেডিয়ার জেনারেল আকবর বাংলাদেশ মিলিটারি একাডেমির ত্রয়োদশ দীর্ঘমেয়াদী কোর্সের একজন ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
মেজর জেনারেল খালেদ ২০১১ সালের ২১ জুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। এর আগে প্রায় তিন বছর তিনি এই সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএমএর পঞ্চম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন পান সিগন্যাল অফিসার শেখ খালেদ।