বিএনপি সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করছে: আশরাফ

বিএনপি সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করছে: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি একটি সাম্প্রদায়িক দল। দলটি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ অভিযোগ করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশের বেশির ভাগ মানুষ মুসলমান। কিন্তু আবহমানকাল ধরে এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলেমিশে বাস করছে। এঁরা কেউই সাম্প্রদায়িক না। এ দেশের মানুষ জীবন দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। তাই এ দেশে সাম্প্রদায়িক শক্তি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে দেশব্যাপী সহিংসতা ও হত্যাকাণ্ডের দায়িত্ব বিএনপি-জামায়াতকে নিতে হবে বলে দাবি করেছেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার সরকার করবে। রায়ও বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে হুমকি দেওয়া হলেও তা পালন করা হবে।
এক প্রশ্নের জবাবে বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, গত এক মাসে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির মুখে শুনিনি। তাদের দাবিটি অবাস্তব দাবি। এটি বাংলাদেশে হবে না। তাঁরা এখন জামায়াতকে বাঁচাতে মাঠে নেমেছে।
আওয়ামী লীগের দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দ আশরাফ অভিযোগ করেন, খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলন করে গৃহযুদ্ধের নির্দেশনা দিলেন। এর পর শুরু হলো জামায়াতের তাণ্ডব। তিনি দাবি করেন, খালেদা জিয়া সংবাদ সম্মেলন করেন না, তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি সংবাদ সম্মেলন করেছেন—এমন কথা বলে দুবারের প্রধানমন্ত্রীকে খাটো করবেন না।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের সময় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাক্ষাত্ না করার বিষয়টিকে সৈয়দ আশরাফ ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, ষড়যন্ত্র করার জন্যই তিনি সিঙ্গাপুর ও লন্ডন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। তবে সেটা জেনে ফেলায় তিনি লন্ডন না গিয়েই ফিরে আসেন।
শাহবাগের গণজাগরণ মঞ্চকে সমর্থন করায় সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনারা শাহবাগের পক্ষে ছিলেন। আশা করি, সেই সমর্থন অব্যাহত রাখবেন। রায় যত দিন কার্যকর না হবে, ততদিন পর্যন্ত সমর্থন অব্যাহত রাখবেন।’

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর