বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা

বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা

রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবারের সভায় এটি উপস্থাপন করা হবে।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক বসছে।

সূত্র জানায়, সরকার ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ধারা সংশোধন করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) দায়দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কাছে ন্যস্ত করতে হচ্ছে। সে অনুযায়ী প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি ও ডিএমডিদের অপসারণ করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পরিচালকদেরও অপসারণের সুপারিশ করতে পারবে।

সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হলে এরপর সংসদে উঠবে। সংসদের চলতি অধিবেশনেই ব্যাংক কোম্পানি আইন সংশোধনী চূড়ান্ত করতে চায় সরকার।

সূত্র মতে, বর্তমান আইনের ৪৬ ধারা অনুযায়ী সরকার নিযুক্ত কর্মকর্তা এবং পরিচালককে অপসারণ করার ক্ষমতা নেই কেন্দ্রীয় ব্যাংকের। ফলে হল-মার্ক কেলেংকারির ঘটনা বেরিয়ে আসার পর দেশের বিশিষ্ট অর্থনীতিবিদসহ বিশিষ্টজনেরা কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন। একটি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নরও একই দাবি করেন।

সূত্র জানায়, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি, সমবায় সমিতিসহ কোনো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করলে তা পরিদর্শনের ক্ষমতা প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইনে রাখা হচ্ছে। আর্থিক প্রতারণা বন্ধে ব্যাংক কোম্পানি আইনের ৪৪ ও ৪৫ ধারায় দুটি নতুন উপধারা সংযোজন করে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করার কথা রয়েছে।

আইনের খসড়ায় বলা হয়েছে, যেকোনো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করলে তা পরিদর্শন করতে পারবে বাংলাদেশ ব্যাংক। ওই সব প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী নির্দেশনা দিতে পারবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র আরো জানায়, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল সরকারকে। আইএমএফের সুপারিশ আমলে না নেওয়ায় বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) দ্বিতীয় কিস্তির টাকা ছাড় আটকে দেয়। পরে চলতি মাসের ১০ জানুয়ারি অর্থমন্ত্রী আইএমএফ প্রধানকে চিঠি দিয়ে আইন সংশোধনের বিয়ষসহ সংস্থার অন্য শর্তগুলো পরিপালন করার প্রতিশ্রুত দেন।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর