আজ প্রণব মুখার্জি ঢাকা আসছেন

আজ প্রণব মুখার্জি ঢাকা আসছেন

ভারতের রাষ্ট্রপতি, বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি আজ রবিবার ঢাকা আসছেন। ইতিপূর্বে ভারতের অর্থ বা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একাধিকবার ঢাকা আসলেও এবার আসছেন ভারতের রাষ্ট্রপতি হিসাবে। ঢাকা ও নয়াদিল্লীর দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি উচ্চতর পর্যায়ে উন্নীত করা এবং অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে ভারত সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন প্রণব মুখার্জি।

তিনদিনের সফরে আজ দুপুর সাড়ে বারোটায় নয়াদিল্লী থেকে বিশেষ বিমানযোগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামবেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তাঁকে স্বাগত জানাবেন। বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে ভারতীয় প্রেসিডেন্টকে।

ভারতীয় রাজনীতির অন্যতম প্রবীণ পুরুষ ৭৮ বছর বয়স্ক প্রণব মুখার্জি বাংলাদেশের একজন অকৃত্রিম সুহূদ হিসাবে বিবেচিত। এজন্য সফরকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও আয়োজন। একাত্তরের মহান মুুক্তিযুদ্ধে তিনি ব্যাপক সহায়তা দেন। এজন্য বাংলাদেশ তাঁকে সম্মানিত করবে এবার। আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয়া হবে অসামান্য অবদানের জন্য। তিনদিনের সফরকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে তাঁর। দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা করবেন তাঁরা। জাতীয় সংসদের স্পীকার এডভোকেট আব্দুল হামিদ, অর্থমন্ত্রী এএমএ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করবেন। বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও সাক্ষাত্ করবেন।

অঙ্গীকার ব্যক্ত করার সফর

শুক্রবার নয়াদিল্লীতে প্রণব মুখার্জির সফর সম্পর্কে পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই সাংবাদিকদের বলেন, কোন রাজনৈতিক আলোচনা নয়, দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নেয়াই এ সফরের লক্ষ্য। বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে অঙ্গীকার ব্যক্ত করবেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির সঙ্গে সহধর্মিণী শুভ্রা মুখার্জি, চারজন লোকসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন।

তিনদিনের কর্মসূচি

আজ দুপুরে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রণব মুখার্জি যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাবেন। দুপুরে আসবেন হোটেল সোনারগাঁও-এ। এখানে পর্যায়ক্রমে জাতীয় সংসদের স্পীকার, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাত্ করবেন। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে। দেড় ঘণ্টা স্থায়ী এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এখানে তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’ ডিগ্রী দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য আয়োজিত সমাবর্তনে তিনি বক্তব্য দেবেন। এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে যাবেন। বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন।

বিকাল চারটায় হোটেল সোনারগাঁও-এ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সাক্ষাত্ করবেন প্রণব মুখার্জির সঙ্গে। সন্ধ্যায় যাবেন বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি তাঁকে আনুষ্ঠানিকভাবে মুুক্তিযুদ্ধ সম্মাননা দেবেন।

এরপর রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন প্রণব মুখার্জি। মঙ্গলবার সকালে তিনি ও প্রধানমন্ত্রী যৌথভাবে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে রেলের লোকোমোটিভ চালু করবেন। এরপর প্রণব মুখার্জি দিনব্যাপী নড়াইলে স্ত্রী শুভ্রা মুখার্জির জন্মস্থান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ও টাঙ্গাইলে ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন। সন্ধ্যা ছয়টায় বিশেষ বিমানযোগে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বর্ণাঢ্য জীবনী

৪৪ বছর ধরে আইন প্রণয়ন, মন্ত্রণালয় পরিচালনা, নিজ দলের কংগ্রেসের নীতি নির্ধারণের অভিজ্ঞতায় সমৃদ্ধ ভারতের ১৩তম প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। জন্ম ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূমে। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারী তিনি। ১৯৬৯ সালে প্রথম ভারতীয় উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য থেকে হাতেখড়ি। রাজ্যসভায় পাঁচবার, লোকসভায় তিনবার নির্বাচিত হন। ১৯৭৩ সালে প্রথম মন্ত্রিসভায় অভিষেক হয় শিল্প উপমন্ত্রী হিসাবে। পূর্ণমন্ত্রী হন ১৯৮২ সালে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে। এছাড়া প্রতিরক্ষা, বাণিজ্য, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বহুবার। সর্বশেষ গত বছর ২৫ জুলাই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে ছিলেন অর্থমন্ত্রী। পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদেও দায়িত্ব পালন করেন।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর