দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে

দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে

দেশের সামপ্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে চলমান সংঘাতময় পরিস্থিতি দেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গতকাল এক বিবৃতিতে এরশাদ বলেন, একদিনে প্রায় ৬০ জনের মৃত্যুর ঘটনা দেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম। জাতীয় জীবনের এ ‘সন্ধিক্ষণে’ ধীরস্থিরভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি। এরশাদ বলেন, শাহবাগের আন্দোলন এবং বিচার বিভাগের ‘সমান্তরাল অবস্থান’ পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় আরও বিবেচনাপ্রসূত, দূরদর্শী সিদ্ধান্ত নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে এরশাদ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে এমন এক সংঘাতময় পরিস্থিতির যা দেশকে একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে আমার এবং আমার দলের বক্তব্য সুস্পষ্ট। আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকল প্রভাব ও চাপমুক্ত। কিন্তু সমপ্রতি শাহবাগ স্কয়ার এবং বিচার বিভাগের সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে। আমরা শাহবাগের তারুণ্যের উচ্ছ্বাসের বিরুদ্ধে নই কিন্তু তাদের কিছু কিছু দাবি ও কর্মসূচি প্রদানের মাধ্যমে পরিস্থিতি যে আরও জটিল হচ্ছে আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া ভারতের প্রেসিডেন্টের সফরকালে প্রতিবাদ ও আন্দোলনের ভাষা সংযত রাখারও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর