ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামীকাল রোববার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া একাত্তরে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের রাষ্ট্রপতি ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির এটিই প্রথম বিদেশ সফর।
প্রণব মুখার্জির এই সফর হবে প্রায় চার দশক পর ভারতের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশে আগমন। এর আগে ১৯৭৪ সালে বাংলাদেশে এসেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি ভি গিরি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রণব মুখার্জি সফরকালে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, খসড়া কার্যসূচি অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের ব্যাপ্তি প্রায় দেড় ঘণ্টা। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় বিশেষ করে যোগাযোগ, নিরাপত্তা, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন।
প্রণব মুখার্জি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মূল বক্তা থাকবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি গ্রহণ করবেন। একই দিন তাঁর জাতীয় সংসদে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।
বাংলাদেশ সফরের সময় প্রণব মুখার্জির নড়াইলের ভদ্রবিলায় শ্বশুরবাড়ি, কুষ্টিয়ায় শিলাইদহের কুঠিবাড়ী ও টাঙ্গাইলে ভারতেশ্বরী হোমসে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাঁর ঢাকা ছেড়ে যাওয়ার কথা।