৫ মার্চ নড়াইল যাবেন প্রণব মুখার্জি

৫ মার্চ নড়াইল যাবেন প্রণব মুখার্জি

বাংলাদেশ সফরে এসে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৫ মার্চ হেলিকপ্টারযোগে নড়াইলে তার শ্বশুর বাড়ি যাবেন। পারিবারিক আবহে সেখানে পুরো দিন কাটাবেন প্রণব।

এছাড়া সফরকালে যে কোনো সময় তিনি সংসদে গিয়ে বক্তব্য রাখতে পারেন।

প্রণব মুখার্জির আগামী ৩ মার্চের ঢাকা সফরকে সামনে রেখে রোববার  পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও উপ হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।

মন্ত্রণালয়ের চিফ প্রটোকল অফিসারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সফরের নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে তারা প্রণব মুখার্জির সফরের দিনক্ষণ জানান।

এসময় চিফ প্রটোকল অফিসার সফরের সময়কার নিরাপত্তা নিয়ে বিস্তারিত কথা বলেন।

৩ মার্চ দুপুরে প্রণব মুখার্জি দিল্লি থেকে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এসময় ভারতীয় রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রা নিয়ে প্রণব মুখার্জিকে নিয়ে আসা হবে হোটেল সোনারগাঁওয়ে। সফরের পুরোটা সময়জুড়ে তিনি সেখানে অবস্থান করবেন।

ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল মুহিতও প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

৪ মার্চ সকালে প্রণব মুখার্জি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। সেখানে তাকে সম্মানসূচক ডক্টররেট ডিগ্রী প্রদান করা হবে।

সন্ধ্যায় প্রণব মুখার্জি যাবেন বঙ্গভবনে। সেখানে তার হাতে তুলে দেওয়া হবে মুক্তিযোদ্ধা সম্মাননা। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ সম্মাননা তুলে দেবেন। এসময় প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত অথিতিরা উপস্থিত থাকবেন।

অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ খবর