মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার নাচ দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। গত শুক্রবার মিশেলের ওই নাচের ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়। আজ রোববার পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ তথ্য জানিয়েছে।
মার্কিন তরুণদের স্বাস্থ্য সবলতা ও পুষ্টিসংক্রান্ত প্রেসিডেন্ট বারাক ওবামার ‘লেটস মুভ’ শীর্ষক একটি প্রচারাভিযানের অংশ হিসেবে গত শুক্রবার এনবিসি চ্যানেলের একটি কমেডি টক শোতে অংশ নেন ফার্স্ট লেডি।
‘লেট নাইট উইথ জিমি ফ্যালন’ নামের ওই কমেডি টক শোর উপস্থাপক জিমি ফ্যালন। অনুষ্ঠানে উপস্থাপক ও মিশেল ‘ইভালুশন অব মম ডান্সিং’ শিরোনামের একটি নাচে অংশ নেন তিনি।
মিশেলের নাচের ওই ভিডিওটি শুক্রবার ইউটিউবে ছাড়া হয়। ভিডিওটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে। ‘লাইক’ পড়েছে ১১ হাজারেরও বেশি।
কমেডি টক শো শেষে এক সাক্ষাত্কারে মিশেল তাঁর স্বামী ওবামার নাচের দক্ষতা নিয়েও কথা বলেন। ওবামার নাচের দক্ষতা ‘বি’ ক্যাটাগরির বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে স্থূলতা একটি বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা। সেখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রতি তিনজনে একজন এবং প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন স্থূলতায় ভোগে। বারাক ওবামা তিন বছর আগে মার্কিন তরুণদের স্বাস্থ্য সবলতা ও পুষ্টিসংক্রান্ত ‘লেটস মুভ’ শিরোনামের প্রচারাভিযান শুরু করেন।