পুলিশের শীর্ষ পদে রদবদল

পুলিশের শীর্ষ পদে রদবদল

পুলিশ বাহিনীর ডিআইজিসহ ঊধর্্বতন বিভিন্ন পদে পদোন্নতিসহ হঠাৎ ব্যাপক রদবদল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ৭২ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডিআইজি নয়জন, এআইজি একজন, পুলিশ কমিশনার একজন, যুগ্ম পুলিশ কমিশনার একজন, উপ-পুলিশ কমিশনার নয়জন, অতিরিক্ত ডিআইজি ১৮ জন, পুলিশ সুপার ২৭ জন এবং বিশেষ পুলিশ সুপার ছয়জন।

সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়াকে ঢাকা টেলিকমের ডিআইজি, র্যাবের পরিচালক রওশন আরা বেগমকে রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক এস এম কামাল হোসেনকে হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার মো. মাজহারুল ইসলামকে এসবির অতিরিক্ত ডিআইজি, সারদার অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হোসেনকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মতিউর রহমান শেখকে নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট, সারদা পুলিশ সুপার মো. গোলাম রসুলকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মো. ফিরোজ আল মুজাহিদ খানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. শাহ আলমকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আবু হাসান মুহাম্মদ তারিককে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা_ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীকে পিবিআইর ডিআইজি (চলতি দায়িত্ব), নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট শৈবালকান্তি চৌধুরীকে সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. লুৎফর রহমান মণ্ডলকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্ব), ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সিআইডির অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে সিলেট এসএমপির পুলিশ কমিশনার, বিশেষায়িত সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলামকে এসবির ডিআইজি (চলতি দায়িত্ব), রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামানকে রাজশাহীর পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), এসবির বিশেষ পুলিশ সুপার সরদার তমিজ উদ্দিন আহমেদকে সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), ডিটিসিবির ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার শেখ ওমর ফারুককে রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনারের (চলতি দায়িত্ব) পদে পদোন্নতিসহ বদলি করা হয়েছে।

 

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর