আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতুর দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে যদি সৈয়দ আবুল হোসেনকে দোষী করা হয়, তাহলে যিনি নিয়ে গেছেন সেই আবুল হাসান চৌধুরীকেও দোষী সাব্যস্ত করতে হবে। পরিস্থিতি যদি এমন পর্যায়ে যায়, তাহলে হোসেন-হাসান দু’জনকেই গ্রেপ্তার করতে হবে।
বিকালে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে পদ্মা সেতু প্রসঙ্গে তিনি দলের এমপিদের জানান, সেনাবাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সেতু বিভাগের সহায়তায় পদ্মাসেতুর জন্য নতুন নকশার কাজ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ কাজ শেষ হবে। বিশ্বব্যাংক না এলে বিকল্প উৎস থেকে অর্থ সংস্থান করে সরকারই পদ্মাসেতু নির্মাণ শুরু করবে। বৈঠকে অংশ নেয়া একাধিক এমপি এসব তথ্য জানিয়েছেন।
পদ্মাসেতুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রথমে পদ্মাসেতুর যে নকশা করা হয়েছিলো সেটা ছিলো অনেক নান্দনিক। এখনকারটা হবে প্রয়োজনের ভিত্তিতে। শুধু গাড়ির জন্য এবার সেতুর নকশা করা হবে। পদ্মাসেতু নির্মাণে অর্থ সংস্থানের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়া, চীন আর ভারত থেকে প্রস্তাব আছে। তবে কোন প্রস্তাব গ্রহণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। বৈঠকে প্রধানমন্ত্রী ময়মনসিংহকে সিটি করপোরেশন করা হবে বলেও সংসদ সদস্যদের জানান। এপ্রসেঙ্গ তিনি বলেন, নিকার আগামী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
দুই ঘণ্টা দীর্ঘ বৈঠকে ২২ জন সংসদ সদস্য বিভিণœ বিষয়ে কথা বলেন। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী দলীয় এমপিদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দলের বদনাম করছেন এমন নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন তিনি।