জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ অভিযোগ করে বলেছেন, ‘‘বিএনপি আমার ওপর নির্যতন চালিয়েছে। আমার ছেলে-মেয়েদের জীবন নষ্ট করেছে। তাই আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ আমার দলকে ভাঙ্গার চেষ্টা করেছে।’’
তিনি আরো বলেন, ‘‘আমি আওয়ামী লীগকে সমর্থন করেছি বলেই আমি আওয়ামীপন্থি নই।’’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির রাজধানীর বনানী অফিসে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির নেতা কাজী আশরাফ সিদ্দিকীর নেতৃত্বে বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, ‘‘মহাজোটের সঙ্গে নির্বাচন করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আমরা একা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। তবে ক্ষমতার জন্য নয় দেশের মানুষকে মুক্ত করার জন্য।’’
জাতীয় পার্টি এমন একটি অবস্থান এসেছে তার সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না বলেও দাবি করেন এরশাদ।
তিনি আরো বলেন, ‘‘ধর্ষণ, হত্যা, অ্যাসিড নিক্ষেপ ও টাকা পাচারসহ অন্যান্য অপরাধ বেড়ে চলেছে। আমার সময় এ ধরনের সামাজিক অবক্ষয় ছিল না। সুস্থ প্রশাসন ছিল।’’
টাকা পাচার প্রসঙ্গে এরশাদ বলেন, ‘‘বিদেশি কোনো ব্যাংকে কেউ আমার একটি ডলার দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।’’
এরশাদ বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার ৮ হাজার মামলা প্রত্যাহার করেছে। অথচ আমি একটি মামলারও প্রত্যাহার চাইনি।কারণ আমি অপরাধী নই। অথচ বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এসব মামলা দিয়েছে।’’
কথা রাখা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘‘আমি নাকি কথা দিয়ে কথা রাখি না, এটা মিথ্যা। আমি একজন সৈনিক ছিলাম। তাই সৈনিকের কথার নড়চড় হয় না।’’
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ উপস্থিত ছিলেন।