বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট এলেন গোল্ডস্টেইন বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে শক্তিশালী তদন্তে জোরদার ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ তার ভূয়সী প্রশংসা করেছেন। বিশ্বব্যাংকের সহযোগিতা কার্যক্রম সম্পর্কে এক আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে আজ বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দোকানপাট এবং রাস্তাঘাটের সাধারণ জনগণ আমাকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। গোল্ডস্টেইন বলেন, আমি এ দুর্নীতি তদন্তে জোর দিয়েছিলাম বলে এ শক্তিশালী তদন্তের সঙ্গে আমার নাম জড়িয়ে গেছে। তিনি বলেন, জিডিপি বৃদ্ধিতে অবদানের লক্ষ্যে সরকার স্বচ্ছভাবে অর্থ ব্যয় করুক সেটাই জনগণ দেখতে চায়। উল্লেখ্য, গোল্ডস্টেইনের তিন বছরের দায়িত্বের মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রত্যেকটি সেক্টরেই দুর্নীতি থাকবে। তাই বলে এজন্য তহবিল আটকে দেয়া ঠিক নয়।।