পদ্মাসেতু জানুয়ারিতে বিশ্বব্যাংক না জানালে বিকল্প ব্যবস্থা: অর্থমন্ত্রী

পদ্মাসেতু জানুয়ারিতে বিশ্বব্যাংক না জানালে বিকল্প ব্যবস্থা: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে কিনা তা বিশ্বব্যাংকের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করবে কিনা তা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে জানতে চাওয়া হয়েছে। তারা যদি অর্থায়ন না করে, তবে যারা আছে তাদের নিয়ে বিশ্বব্যাংকের অর্থ ছাড়াই বিকল্প অর্থায়নে চলে যাবে সরকার। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাবিদকের কাছে একথা জানান অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদন দেওয়ার পর এটিই সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এর আগে গত ১৫ জানুয়ারি প্যানেল তাদের প্রতিবেদন দিয়ে দুদককের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্যানেলের প্রধান লুইস ওকাম্পোর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘‘দুদকের তদন্ত পরিধি নিয়ে আমরা উদ্বিগ্ন।’’

অর্থমন্ত্রী বলেন, ‘‘প্যানেল যে প্রতিবেদন দিয়েছে, তাতে দু’দিকেই বলা হয়েছে। তাছাড়া প্যানেলের মতামত বিশ্বব্যাংকের মতামত নয়। তাই বিশ্বব্যাংক দ্রুত এর সমাধান করবে বলে সরকার চাইছে। কারণ, চলতি মৌসুমেই আমরা পদ্মাসেতুর কাজ শুরু করতে চাই।’’

মন্ত্রী বলেন, ‘‘প্যানেল দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে যে জবাব চেয়েছে, তা দ্রæত পাঠাতে দুদক চেয়ারম্যানকে বলা হয়েছে। দুদককে বলা হয়েছে, প্যানেলের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান করতে।’’

মুহিত বলেন, ‘‘আমাদের এই প্রকল্পে বিশ্বব্যাংক শুরুতে ছিলো না। অন্য দাতাদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম।  পরে এসে তারা বড় প্রকল্প দেখে সম্পৃক্ত হয়েছে। আশা জাগিয়েছে। এখন অর্থায়ন বন্ধ করে দিয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, বিশ্বব্যাংকের এটা করা ঠিক হয়নি।’’

অর্থমন্ত্রী বলেন, ‘‘বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে গত বছরের জুনে যে তথ্য-উপাত্ত দিয়েছিলো, তা যথেষ্ট ছিলো না। এটি বলার পর সংস্থাটি গত নভেম্বরে আরো কিছু তথ্য দেয়। তাও পর্যাপ্ত নয়। তারা সৈয়দ আবুল হোসেনের সম্পৃক্ততার কথা বলেছিল। কিন্তু প্রমাণ নেই। দুদকও পায়নি। তবে দুদক এ বিষয়ে তদন্ত করে প্যানেলকে এ ব্যাপারে জানাবে।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর