তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে রাশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর এই সফরে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং সমরাস্ত্র কেনাসহ তিনটি চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাতটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের দ্বিতীয় সরকারপ্রধান হিসাবে গত সোমবার মস্কো পৌঁছান শেখ হাসিনা। মঙ্গলবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতেই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।