তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হরতালের সংবাদ সংগ্রহের সময় পুলিশের মরিচ গুঁড়ায় (পিপার স্প্রে) আহত সংবাদকর্মীরা।
তাদের অভিযোগ, হরতাল সমর্থকদের ওপর পুলিশের হামলার খবর, ফুটেজ ও ছবি যাতে সংবাদকর্মীরা সংগ্রহ করতে না পারে সেজন্যই পরিকল্পিতভাবে তাদের ওপর পিপার স্প্রে করা হয়।
সাংবাদিকদের ওপর এই স্প্রেটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে কার্যকর ফল পেলে পরেও সাংবাদিক ঠেকাতে এর প্রয়োগ হতে পারে বলে মনে করছেন আক্রান্ত সংবাদকর্মীরা।
তারা এ-ও বলছেন, পুলিশের আচরণে বেশ বোঝা গেছে শুধু পিকেটার নয়, সংবাদকর্মীরাও ছিলো তাদের পিপার স্প্রে’র টার্গেট। এমনকি তাদের এ আগ্রাসন থেকে নারী সংবাদকর্মীরাও রেহাই পায় নি।
প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির তৎপরতার বিরুদ্ধে দুই বামজোটের অর্ধদিবস হরতাল চলাকালে বুধবার সকালে খুব কাছ থেকে সংবাদকর্মীদের ঘাড়-মুখে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। দাগে জলকামানও। উপস্থিত ক্যামেরাম্যান ও ক্যামেরার লেন্স বরাবর স্প্রে ছোঁড়ে তারা।