‘যুদ্ধাপরাধীদের বাঁচাতেই ১৮ দলের মানবপ্রাচীর কর্মসূচি’

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতেই ১৮ দলের মানবপ্রাচীর কর্মসূচি’

যুদ্ধাপরাধীদের বাঁচাতেই ১৮ দলীয় জোট মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ভেঙে দেয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। এর আগে খালেদা জিয়া রোড মার্চের নামে বিভাগীয় শহরে যুদ্ধাপরাধীদের রক্ষায় বক্তব্য দিয়েছেন। 

“যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য বিএনপি ইস্যুবিহীন হরতাল, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা করেছে। তারা চোরাগুপ্তা হামলা করেছে, নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ‘গুম-হত্যা-অপহরণের’ প্রতিবাদে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের মহানগর ও জেলা সদরে মানবপ্রাচীর গড়ে তোলে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মানবপ্রাচীর কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে টুকু বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছেন।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।

নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।

আগামী নির্বাচনে বিএনপি অংশ নিয়ে বিজয়ী হলে পরবর্তীতে বিএনপির অধীনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

বুধবার বাম রাজনৈতিক দলগুলোর ডাকা আধাবেলা হরতাল কর্মসূচির ব্যপারে সতর্ক করে দিয়ে টুকু বলেন, হরতালের নামে গাড়ি ভাংচুর করা হলে আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।

 

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর