সমরাস্ত্র কেনা ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে প্রায় ১২,০০০কোটি টাকার ঋণচুক্তি সই হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি অস্ত্র ও যাবতীয় সরঞ্জাম রাশিয়া থেকে ক্রয় করতে হবে। সমরাস্ত্র ক্রয় বাবদ বাংলাদেশ প্রায় ৮০০০কোটি টাকার ঋণ সহায়তা পাবে। আর রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মাণে আরও প্রায় ৪০০০কোটি টাকা ঋণ পাওয়া যাবে। এ প্রকল্পে কারিগরি সহায়তাও দেবে রাশিয়া। তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী রাশিয়া অবস্থান করছেন। আজ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ক্রেমলিনে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠক ও চুক্তি সম্পাদনের পর পুতিন বলেন, আমরা দুদেশই অস্ত্র-প্রযুক্তি সহায়তা বাড়াতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের রূপপুরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকন্দ্র স্থাপনের জন্য অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ দেবে রাশিয়া।
এদিকে বার্তা সংস্থা জানায়, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত অজানা রুশ সৈন্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সকালে ক্রেমলিনে অজানা সৈন্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শেখ হাসিনা অজানা সৈন্যদের সমাধিস্থলে পৌঁছলে রুশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তার দুই মেয়ে আজমিনা সিদ্দিক টিউলিপ ও আমরিনা সিদ্দিক রূপন্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। পরে, রাশিয়ার যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলেই নিকিফোরোভ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করতে যান। বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে এক্ষেত্রে আরো উন্নতিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন নিকোলাই নিকিফোরভ। তথ্যপ্রযুক্তি খাতে রাশিয়ার অগ্রগতির চিত্র সরেজমিন দেখে সে অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠাতেও রুশ মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানিয়েছেন।