এবার হ্যাকড করা হয়েছে জাতীয় পার্টির দলীয় ওয়েবসাইট। মঙ্গলবার সকাল থেকে jatiyo-party.org নামক ওয়েবসাইটটি হ্যাকড হওয়ায় সেটি খুলতে পারছেন না দলীয় সংশ্লিষ্টসহ অন্যরা।
সন্ধ্যায় ওয়েবসাইটটি খুলতে গিয়ে দেখা গেছে, Mr- cyberstylo-blackhat নামের একজন সেটি হ্যাক করেছেন। তিনি তার ই-মেইল ঠিকানা দিয়েছেন: Mr. [email protected] নামে। হ্যাককারী এ বিষয়ে cyb3r malayasia secr3t Army forshort family কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
দলীয় ওয়েবসাইট হ্যাকড হওয়ার কথা স্বীকার করে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে বলেন, ‘‘এটিকে আমরা বড় কোনো নাশকতার ঘটনা বলে মনে করছি না।’’
দলের প্রেসিডিয়াম সদস্য ও দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বলেন, ‘‘গত ১৫ দিন আগেও এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। এটি বড় কোনো ঘটনা নয়। ওয়েবসাইটটি ঠিক করার কাজ চলছে। আশা করছি, রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’’