৯ই ডিসেম্বর বিশ্বজিৎ দিবস: এরশাদ

৯ই ডিসেম্বর বিশ্বজিৎ দিবস: এরশাদ

৯ই ডিসেম্বরকে বিশ্বজিৎ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। এ প্রস্তাব গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন তিনি। আজ বিশ্বজিতের বাবা-মার সঙ্গে দেখা করেন এরশাদ। এসময় তিনি বিশ্বজিতের পরিবারের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন। এরপর যে জায়গায় বিশ্বজিতকে হত্যা করা হয় সে জায়গায় যান তিনি। সেখানে তিনি বিশ্বজিৎ দিবস পালনের ঘোষণা দেন। এরশাদ বলেন, দেশে অনেক হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু এমন নির্মম হত্যাকাণ্ড জাতি কখনো দেখেনি। যে কারণে এই  ৯ই ডিসেম্বর জাতির জন্য কলঙ্ক দিবস হিসেবে পালন করা উচিত। তিনি বলেন, নূর হোসেনকে কারা হত্যা করেছে জানি না। কিন্তু তার নামে চত্ত্বর করা হয়েছে। আমি আহবান জানাবো বিশ্বজিৎকে যেখানে কুপিয়ে হত্যা করা  হয়েছে সেখানে বিশ্বজিতের নামে চত্ত্বর করা হোক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্বজিৎ যেন মানুষের মাঝে সারা জীবন অমর হয়ে থাকতে পারে এজন্য এটা করা উটিত।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর