আওয়ামী লীগ-বিএনপির একাধিক নেতার সঙ্গে একান্তে পৃথক বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
পরে রাত সোয়া ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কূটনীতিক আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গেও তার গুলশানের বাসায় বৈঠক করেছেন বলে সূত্র দাবি করেছে।
ওই বৈঠকে সিনিয়র আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ আলম লেলিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ দুই দলের কোনো নেতার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গত বছর থেকেই কূটনৈতিক অঙ্গন ছিল বেশ তৎপর। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৎপর ছিল বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপ ইউনিয়নের কূটনীতিকরা।
বিভিন্ন দেশের কূটনীতিকদের বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে অসংখ্যবার।
সুতরাং, বৃহস্পতিবার এই কূটনীতিকের আ’ লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক দু’টি গুরুত্বপূর্ণ বলে কূটনৈতিক সূত্র মনে করছে।