দরপতনের মধ্য দিয়ে বছরের দ্বিতীয় কর্ম দিবস আজ বুধবার শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দেশের দুই শেয়ারবাজারেই হাত বদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পতন হয়েছে সূচকেরও। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে। আজ প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর সামনে কিছু বিনিয়োগকারী আজও বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকালের মতো আজও দরপতনের মধ্যে লেনদেন হয়। এর প্রতিবাদে বেলা একটার দিকে কিছু বিনিয়োগকারী ডিএসইর সামনের সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা দরপতন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর কর্তাব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫২ পয়েন্ট কমে ৪১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯২টিরই দাম কমেছে। বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই স্টক এক্সচেঞ্জে ১২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা কম। আর ডিএসইর আজকের লেনদেন গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ১৭ জুলাই ডিএসইতে ১২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, এনবিএল, সামিট পাওয়ার, সিএমসি কামাল, জেনারেশন নেক্সট ফ্যাশন ও আরএন স্পিনিং ।
অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৬৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২১টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ১৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।