জাতীয় প্রেসক্লাব নির্বাচন সবুজ-আবদাল পরিষদ পুনরায় নির্বাচিত

জাতীয় প্রেসক্লাব নির্বাচন সবুজ-আবদাল পরিষদ পুনরায় নির্বাচিত


জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমদ পরিষদ। ইউসুফ-রহমান পরিষদের বিপরীতে তারা জয়লাভ করেন।

শনিবার প্রেসক্লাব চত্বরে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কার্যকরি পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২৯ জন ভোটারের মধ্যে ৫৭৫ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে সবুজ-আবদাল ও ইউসুফ-রহমান প্যানেলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য (২০১৩-২০১৪ কার্য বছর) দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার আবু জাফরের নেতৃত্বে ৫ সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা হলেন সবুজ-আবদাল পরিষদের সভাপতি পদে কামাল উদ্দিন সবুজ (বাসস), সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন (সরগম), সহ-সভাপতি বখতিয়ার রানা (বাসস), সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ (আমার দেশ), যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী (আমার দেশ) ও জহিরুল আলম (এনটিভি), কোষাধ্যক্ষ বদিউল আলম (নিউজ টুডে) ও সদস্য পদে নূরুল হাসান খান (জাস্ট নিউজ বিডিডটকম), হাসান হাফিজ (আমার দেশ), একেএম মহসীন (জাস্ট নিউজ বিডিডটকম), নুরুদ্দিন আহমেদ (এনটিভি), গোলাম মহিউদ্দিন খান (বাসস), মো. নুরুল হুদা (ইনডিপেনডেন্ট), সৈয়দ লুত্ফুল হক (ইনডিপেনডেন্ট), শামসুল হক দুররানী (নওরোজ), মো. আনোয়ার উদ্দিন (বাসস) ও শান্তা মারিয়া (বিডিনিউজ ২৪ডট কম)।

ইউসুফ-রহমান পরিষদে সভাপতি পদে সৈয়দ আখতার ইউসুফ (নিউজ আইপোর্ট বিডিডটকম), সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ জহিরুল হক (আজকাল-ভারত), সহ-সভাপতি কাজী আবদুল হান্নান (নিউজ আইপোর্ট বিডিডটকম), সাধারণ সম্পাদক আবদুর রহমান খান (হলিডে), যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী (নয়া দিগন্ত) ও ফরিদা ইয়াসমিন (ইত্তেফাক), কোষাধ্যক্ষ মীর মোস্তাফিজ আহমেদ (ইত্তেফাক), সদস্য আমিনুল ইসলাম মির্জা (বাসস), ফরিদ হোসেন (এপি), এনায়েত হোসেন খান (গুডমর্নিং), মাইনুল আলম (ইত্তেফাক), ছাইফুল ইসলাম শামীম (বাসস), মো. মাহবুবুল বাসেত (ইউএনএস বিডিডটকম), জীবন ইসলাম (ভোরের কাগজ), মো. মনির হোসেন লিটন (’৭১ টিভি), পারভীন সুলতানা মূসা ঝুমা (সকালের খবর) ও শামসুদ্দিন আহমেদ চারু (ইত্তেফাক)।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর