নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনা।

তিনি বলেছেন, “অর্থবহ নির্বাচনের জন্য সংলাপের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র।”

শুক্রবার সন্ধ্যায় মহাখালীর ব্র্যাকইন সেন্টারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, নর্থ আমেরিকা আয়োজিত ‘কনফারেন্স অব ফিজিসিয়ানস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ৪০ জন আর বাংলাদেশের ১০০ ফিজিসিয়ান অংশ নেন।

মোজীনা বলেন, “গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে- ভোট। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সে কারণে নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর নির্বাচন অর্থবহ করতে সংলাপের কোনো বিকল্প নেই।”

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর