সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক ফারুক সোবহানের সঙ্গে দেড়ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন আমেরিকার উপ-রাষ্ট্রদূত জন ড্যানি লুইস।
বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফারুক সোবহানের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, যুদ্ধাপরাধ বিচারসহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে।
এ আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।
তবে ফারুক সোবহানের বাসায় যাওয়ার বিষয়টি একান্ত পারিবারিক ও সৌজন্যমূলক বলে জানিয়েছেন সোবহানের ঘনিষ্ঠজনেরা।
কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, জন ড্যানি লুইস বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের ৮৪ নম্বর রোডের ৫৪ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ফারুক সোবহানের বাসভবনে যান। সেখানে তিনি দেড় ঘণ্টা অবস্থান করেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ফারুক সোবহানের বাসায় মার্কিন রাষ্ট্রদূতসহ একাধিক রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।