বিদেশে হোটেল বুকিংও হবে ক্রেডিট কার্ডে

বিদেশে হোটেল বুকিংও হবে ক্রেডিট কার্ডে

এখন শুধু বিদেশে কেনাকাটার সুযোগ থাকলেও অনলাইনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও তা পেতে যাচ্ছেন ক্রেডিট কার্ডধারীরা।

ক্রেডিট কার্ডধারীদের এই সুবিধা দেয়ার সিদ্ধান্ত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সব বাণিজ্যিক ব্যাংকে এই সার্কুলার পাঠানো হচ্ছে বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস।

তিনি বলেন, “বিদেশের হোটেলগুলো বুকিং দেয়ার জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড চায়। আবার অনেক দূতাবাস হোটেল বুকিং ছাড়া ভিসা দিতে চায় না। এসব বিবেচনায় নিয়ে দেশের ব্যবসায়ী, শিক্ষার্থী, অফিসিয়াল ও ভ্রমণেচ্ছুদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে বাংলাদেশ ব্যাংক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থেকে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের অনুমোদন দেয়।

বর্তমান নিয়ম অনুযায়ী, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডধারী ব্যক্তি যখন বিদেশে যাবেন শুধু তখনি এই কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারেন।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর