বাচ্চু রাজাকার সম্পর্কে ইন্টারপোলকে কিছুই ‍জানায়নি পুলিশ!

বাচ্চু রাজাকার সম্পর্কে ইন্টারপোলকে কিছুই ‍জানায়নি পুলিশ!

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকার সম্পর্কে ইন্টারপোলের কাছে কোনো তথ্য নেই।

একথা জানিয়েছেন পুলিশের এআইজি(ইন্টারপোল) মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি আরো জানান, যুদ্ধাপরাধে অভিযুক্ত বাচ্চু রাজাকারসহ যারা পলাতক, তাদের বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলকে কিছুই জানানো হয়নি।

বুধবার সকালে তিনি বাংলানিউজকে বলেন, ‘‘যুদ্ধাপরাধের অভিযোগে আরো যারা অভিযুক্ত তাদের সম্পর্কেও ইন্টারপোলের কাছে কোনো তথ্য নেই।’’

বুধবারই পলাতক আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শেষ হয়েছে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বিচারিক প্রক্রিয়া। মামলার রায় ঘোষণা অপেক্ষমান রেখে যে কোনো দিন রায় দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।

এআইজি(ইন্টারপোল) মাহবুবুর রহমান ভূঁইয়া আরো বলেন, ‘‘নিয়ম অনুযায়ী কোনো দেশের শীর্ষ অপরাধী কিংবা আলোচিত কোনো মামলার অপরাধীদের আটক বা গ্রেফতারের বিষয় জানিয়ে ইন্টারপোলকে সেদেশের পক্ষ থেকে তিন ধরনের নোটিশ পাঠানো হয়। কিন্তু বাচ্চু রাজাকার সম্পর্কে কোনো তথ্যই সরবরাহ করেনি বাংলাদেশ পুলিশ।’’

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি(স্পেশাল ব্রাঞ্চের(এসবি) মোঃ জাভেদ পাটোয়ারী বাংলানিউজকে জানান, বাচ্চু রাজাকার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন, এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে রয়েছে। তবে ভারতের কোথায় তিনি আত্মগোপনে আছেন, সে খোঁজ নিতে সোর্স নিয়োগ করা হয়েছে।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর