স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি সকালের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ‍মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ কূটিনৈতিক কোরের ডিন, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান এবং পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

গত ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে বুপা ক্রমওয়েল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

অসুস্থ্য থাকায় রাষ্ট্রপতি ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এছাড়া বিজয় দিবসে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানসূচি এবং বড়দিনে বঙ্গভাবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও বাতিল করা হয়।

৮৩ বছর বয়সি জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর