বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মের একটি প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণভবনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে একটি কেকও কাটেন।
‘ধর্ম যার যার, উৎসব সকলের’ এই স্লোগান উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা সবাই এক সাথে উৎসব করব।”
জনগণের কল্যাণে যে কোনো ধরনের ত্যাগ স্বীকারই রাজনীতিকদের কাজ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থেকেই আমরা রাজনীতি করি। আমরা রাজনীতির মধ্য দিয়ে দেশের সেবা করি।”
“আওয়ামী লীগের নীতি হচ্ছে- অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা। আমরা চাই, ধর্ম পালনে সকলে সমান স্বাধীনতা পাবে।”
অর্পিত সম্পত্তির সমস্যা সমাধান এবং সম্পত্তি হস্তান্তরে মুসলমান ছাড়া অন্য ধর্মাবম্বলীদের খরচ হ্রাসের কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ফুল তুলে দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এবং আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানের শুরুতে বাইবেল থেকে পাঠ করেন বিশপ বি বি মণ্ডল।