বাংলাদেশ সফররত তুরস্কের একটি প্রতিনিধি দল গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। অধ্যাপক রাফিক কারশুজের নেতৃত্বাধীন ১৪ সদস্যের দলটি বেলা ১২টার দিকে ট্রাইব্যুনালে আসেন। এক ঘণ্টা তারা ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম এবং জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা কোন কথা বলেননি। তবে এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিকভাবে লবিং চলছে। সে লবিংয়ের অংশ হিসেবেই তারা এখানে এসেছেন। আমি বিষয়টি সরকারকে জানাবো।