মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মার্কিন সিনেটর মাইকেল ক্র্যা পোহ। আইডাহো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর ক্র্যা পোহ গত রোববার রাতে (১২:৪৫) ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার গাড়িটি রেডলাইট অমান্য করলে পুলিশ তাকে আটক করে এবং তাৎক্ষণিক ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় মাত্রাতিরিক্তি মদপান করে গাড়ি চালানোর (ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স) অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়া জেলে নিয়ে যায়। এ বিষয়ে ভার্জিনিয়া পুলিশের মুখপাত্র জোডি ডোনাল্ডসন জানান, সিনেটর ক্র্যা পোহ কে গ্রেপ্তাারের চার ঘণ্টা পর অফেরতযোগ্য ১ হাজার ডলার বন্ডের বিনিময়ে মুক্তি দেয়া হয়। আগামী ৪ঠা জানুয়ারি ২০১৩ তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মুখপাত্র জোডি ডোনাল্ডসন বলেন, গাড়ি চালানোর সময় সিনেটর ক্র্যা পোহর রক্তে অ্যালকোহলের মাত্রা ঠিক কি পরিমাণ ছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য তার জানা নেই। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সিনেটর ক্র্যা পোহ এক বিবৃতিতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করে বলেন, আইন অমান্য করার অপরাধে যে কোন সাজা তিনি মেনে নেবেন। আমেরিকার মরমোন গোত্রীয় সিনেটর ক্র্যা পোহ মার্কিন কংগ্রেসে আইডাহো অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় সিনেটর হিসেবে ১৯৯৮ সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন। এর আগে ৬ বছর ধরে তিনি একই অঙ্গরাজ্য থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। উল্লেখ্য, সিনেটর মাইকেল ক্র্যা পোহর মতো একজন গুরুত্বপূর্ণ আইনপ্রণেতা এমন এক সময়ে গ্রেপ্তার হলেন, যখন ২০১১ সালের পরিসংখ্যান মতে ওয়াশিংটন ডিসি সহ আমেরিকার ৪১টি অঙ্গরাজ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তারের সংখ্যা আমেরিকার ইতিহাসে সর্বনিম্ন।