বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে শিক্ষিত মুর্খ ও জ্ঞানপাপী বলে অভিহিত করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
শুক্রবার পাবনার সোনাপদ্মা উচ্চ বিদ্যালয় মাঠে নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আরিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানান।
‘জাতিসংঘের সদস্যরা জানেন না, বাংলাদেশে কি হচ্ছে’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ওনার (মওদুদ) কথা শিক্ষিত মুর্খের মতো, উনি জ্ঞানপাপী বৈ কিছু নন।”
প্রতিটি গ্রামে, প্রত্যেক ব্যক্তির কাছে আওয়ামী লীগের বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত করার বার্তা প্রতিটি গ্রামে, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে।”
বিরোধী দল হরতালের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে চায় বলে উল্লেখ করেন তিনি।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, বেড়া উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আরজু, বেড়ার পৌর মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়ার পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, আলমগীর হোসেন আলম প্রমুখ।
এর আগে ৭২ লাখ টাকা ব্যয়ে সাঁথিয়ার মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।