ডেসটিনি এমডি ও চেয়ারম্যানের দোষ স্বীকার

অর্থ পাচারের মামলায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।

চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কলাবাগান থানার ৩২(৭)১২ নম্বর মামলায় তারা এই স্বীকারোক্তি দেন।

সংশ্লিষ্ট আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা মো. আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর কাছে রফিকুল আমীন এবং মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের কাছে মোহাম্মদ আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন থেকে ২১শ’ ১০ কোটি টাকা এবং ডেসটিনি মাল্টিপারপাস থেকে প্রায় ১৪শ’ কোটি টাকা অন্যান্য নাম সর্বস্ব প্রতিষ্ঠানে স্থানান্তরের কথা রফিকুল আমীন আদালতে স্বীকার করেছেন।

এ ছাড়া ডেসটিনির ৩৫টি কোম্পানির ৫ শতাধিক একাউন্টে বর্তমানে প্রায় দেড়শ’ কোটি টাকা রয়েছে বলেও জানান তিনি।

এর আগেও গত ২৫ অক্টোবর একই মামলায় স্বীকারোক্তি দিয়েছিলেন তারা। মামলাটিতে ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলমও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।

গত ১১ অক্টোবর ওই তিন আসামি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অর্থ বাণিজ্য বাংলাদেশ