সিরাজগঞ্জে সংঘর্ষে একজন নিহত

সিরাজগঞ্জে সংঘর্ষে একজন নিহত

বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত ওয়ারেস আলীকে (৫৫) নিজেদের কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহিনুর আলম। তার বাড়ি এনায়েতপুরের জালালপুর গ্রামে।

সকাল ১১টায় ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি থেকে ফিরতে থাকা জামায়াত নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালালে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে বলে তিনি দাবি করেন।

এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, সংঘর্ষের পর আহাত জামায়াতকর্মীকে এনায়েতপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জে বিরোধী দলের অবরোধ কর্মসূচির শুরুতেই মহাসড়কে প্রায় ৫০টি যানবাহন ভাংচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর