পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এ বিবৃতি অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর। অর্থমন্ত্রী শনিবার বিকালে সিলেটের জিন্দাবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। সব কিছু আলোচনার পর্যায়ে রয়েছে। সরকার ও বিশ্বব্যাংক এ বিষয়ে কোন কথা না বললেও এই ফাঁকে বিশ্বব্যাংকের ঢাকা অফিস যা করেছে তা দালালি ছাড়া আর কিছুই নয়। এ সময় তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিস বিবৃতি দিয়ে অন্যায় কাজ করছে, এটা নিন্দনীয়। এর আগে জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এর আগে তিনি নগরীর শাহী ঈদগাহ এলাকায় শাহমীর (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে উদারতার পরিচয় দিয়েছে। শিক্ষিত জাতি গড়ার মাধ্যমে আলোকিত সিলেট গড়া সম্ভব বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিটি কাউন্সিলর জামাল আহমদ বক্তব্য রাখেন।