সম্প্রতি নিলাম থেকে ‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসনের ব্যবহূত ৫৫টি পোশাক কিনেছেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পোশাক, দস্তানাসহ জ্যাকসনের স্মৃতিবিজড়িত ৪৬৫টি সামগ্রী নিলামে তুলেছিল জুলিয়েন’স অকশনস। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠিত সেই নিলাম থেকে সব মিলিয়ে ৫০ লাখ ডলারের বেশি আয় হয়েছে। এই আয়ের একটি অংশ ব্যয় করা হবে দাতব্য কাজে।
নিলামে ‘ব্যাড’ ট্যুরের সময় পপ কিং মাইকেল জ্যাকসনের পরা জ্যাকেটটির দাম উঠেছে দুই লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া সাদা রঙের একটি দস্তানা বিক্রি হয়েছে এক লাখ ৯২ হাজার ডলারে।
নিলামের পর গাগা তাঁর ৩১ মিলিয়ন টুইটার অনুসারীর উদ্দেশে লেখা এক বার্তায় বলেন, ‘মাইকেল জ্যাকসনের ৫৫টি পোশাক কিনেছি। জ্যাকসন ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্তের প্রতি ভালোবাসা থেকে অত্যন্ত যত্নের সঙ্গে আমি এগুলো সংগ্রহে রাখব।’
ধারণা করা হয়েছিল, এই নিলাম থেকে সব মিলিয়ে ২০ লাখ ডলারের মতো উঠবে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি দামে জ্যাকসনের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী কিনে নিয়েছেন তাঁর ভক্তরা। এই আয়ের একটি অংশ দাতব্য প্রতিষ্ঠান নাথান অ্যাডেলসন হসপাইস ও গাইড ডগস অব আমেরিকাকে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জুলিয়েন’স অকশনস।