এ অর্থবছরেই মেট্রোরেলের কাজ শুরু: ওবায়দুল কাদের

এ অর্থবছরেই মেট্রোরেলের কাজ শুরু: ওবায়দুল কাদের

চলতি অর্থবছরের শেষ নাগাদ মেট্রোরেল স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। একই সময়ে বাস ৠাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ শুরু হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত মন্ত্রণালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল স্থাপনের কার্যক্রম এগিয়ে চলেছে। চলতি অর্থবছরের শেষে মেট্রোরেল স্থাপনের কাজ শুরু হবে। প্রয়োজনীয় অর্থায়ন চূড়ান্ত করেছি। এতে জাপান সরকার দিচ্ছে ১৬ হাজার ৬ শত কোটি টাকা। এ মাসেই জাইকা’র সঙ্গে ড্রাফট লোন-চুক্তি স্বাক্ষর হবে।”

মেট্রোরেলের রুটও চূড়ান্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, “আগামী এপ্রিলের মধ্যে ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ ৭৬ কিলোমিটার দৃশ্যমান হবে।”
যোগাযোগমন্ত্রী বলেন, “বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার বাস ৠাপিড ট্রানজিট (বিআরটি) চালু করা হবে। বিআরটি সিস্টেমে পিক আওয়ারে ঘন্টায় ৪০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। ২ হাজার ৪০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটির কাজ শুরু করার লক্ষ্যে এ মাসেই এডিবি ও ফ্রান্স সরকারের সঙ্গে আলোচনা সম্পন্ন হবে। এছাড়া সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি চালুর লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় সমীক্ষার কাজ শেষ হয়েছে।”

ব্যর্থতা স্বীকার
যোগাযোগমন্ত্রী সফলতার সঙ্গে ব্যর্থতার কথা স্বীকার করলেও সুনির্দিষ্টভাবে কিছু জানাননি। শুধু দুর্ঘটনা ও যানজটকে বড় দুর্ভাবনার কারণ বলে স্বীকার করেছেন। সমস্যা সমাধানে সমন্বিত প্রয়াস দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, “সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।”

মেঘনা, মেঘনা-গোমতী ও দ্বিতীয় কাঁচপুর
জাইকা তিনটি সেতু নির্মাণে অর্থায়নে প্রাথমিক সম্মতি দিয়েছে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ৩টি প্রকল্পে ব্যয় হবে প্রায় নয় হাজার ৫৫ কোটি টাকা। এ মাসের মাঝামাঝি জাইকা’র সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে।”

মিরপুর-বিমানবন্দর সড়ক ফ্লাইওভার
আগামী বছরের মার্চে এ প্রকল্পের কাজ শেষ হবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “মিরপুর-বিমানবন্দর সড়ক ফ্লাইওভার ও সংযোগ সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।”

ঢাকা-চট্টগ্রাম চার লেন
ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি হয়েছে ৩১ শতাংশ। আগামী এপ্রিলের মধ্যে ৭৩ কিলোমিটার দৃশ্যমান হবে।

বিআরটিসি
বিআরটিসি’র বহরে বিদ্যমান ১৩০৬টি বাসের মধ্যে ২০১২ সালে ৭৮৪টি নতুন বাস কেনা হয়েছে। ফলে আগের তুলনায় বিআরটিসি’র যাত্রীসেবা বহুগুণ বেড়েছে।  জানুয়ারিতে আরো ৫০টি আর্টিকুলেটেড বাস আসছে। বিআরটিসি লাভের ধারায় ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, জাইকা’র সহায়তায় মহানগরীর বিআরটিসি’র ৩টি রুটে ই-টিকেটিং স্পাস কার্ড চালু হয়েছে। এতে রাজস্ব আয় বেড়েছে এবং দুর্নীতি কমেছে।

আমিনবাজার সেতু
কাঁচপুর সেতুর নিচ দিয়ে বিকল্প পথে চলাচলের জন্য নির্মিত সার্কুলার সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। গাবতলীর আমিনবাজার সেতুর নিচ দিয়ে নির্মিত সার্কুলার সড়ক এ মাসেই খুলে দেওয়া হবে।

এছাড়া মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা ইপিজেড ও নবীনগর মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ শেষে পথচারী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর